আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবিতে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জন নিখোঁজ রয়েছেন।
গত সোম থেকে মঙ্গলবারের মধ্যে কঙ্গো নদীতে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। শনিবার (৯ অক্টোবর) প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মঙ্গালা’র গভর্নরের মুখপাত্র শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘শুক্রবার পর্যন্ত ৫১ জনের লাশ উদ্ধার করা গেছে। আর ৩৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে’।
ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে কাঠের তৈরি নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যেতে পারে বলে ধারণা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে রাজধানীতে খবর পাঠানো হয়েছে।
ফেব্রুয়ারিতে মাই-নডোম্বে প্রদেশের লংগোলা ইকোটি গ্রামের কাছে যাত্রীবাহী একটি নৌকা কঙ্গো নদীদে ডুবে যায়। তখন ওই ঘটনায় অন্তত ৬০ জন মারা যায়।