প্রকাশ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ১০:০৩ পিএম | অনলাইন সংস্করণ
খুলনার পাইকগাছায় ছিনতাই এর টাকা ও ঘুমের ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জামসহ জনতা-পুলিশ ছিনতাইকারি কে আটক করেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারি সবুজ জানায় তার বাড়ি খুলনার বৈকালিতে। তবে পুলিশ জানিয়েছে, ধৃত ছিনতাইকারি অত্যন্ত ধূরত্ব।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান বুধবার বেলা ১২ টার দিকে পাইকগাছায় ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেটে মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আরিফা মার্কেটের কাছে পৌঁছালে পিছন থেকে ছিনতাইকারি তার গায়ে বমি করে হাতে থাকা ব্যাগ কেটে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় জলি শেখসহ অন্যরা ছুটে এসে ছিনতাইকারিকে আটক করে পুলিশকে খবর দেয়।
এদিকে লস্কর ইউপির উত্তর খড়িযা গ্রামের গৌবিন্দ মন্ডল জানান, বেলা ১ টার দিকে আলমদিনা হোটেলের কাছ থেকে ছিনতাইকারীরা তার ১৫ হাজার টাকা পকেট কেটে নিয়েছে।
থানা ওসি মো. এজাজ শফী বলেন, দুর্গাপূজার সময়ে এ চক্রটি সক্রিয় হয়েছে।
ভোরের পাতা/অ