প্রকাশ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ১:৩২ এএম | অনলাইন সংস্করণ
রাত পোহালেই বিসিবি'র নির্বাচন। তার আগের মঙ্গলবার সন্ধ্যার পরই ঘটলো আরেক ঘটনা। ঢাকা বিভাগে হবে নামমাত্র নির্বাচন। সেখানে চারজন প্রার্থীর দুজনই একে একে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। যদিও নির্ধারিত সময়ে প্রত্যাহার না করায় তা আমলে নিবে না নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে পাঁচ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাতজন। ঢাকা ও রাজশাহীতে নির্বাচন জমজমাট হওয়ার কথা থাকলেও ঢাকা বিভাগে তা আর হচ্ছে না। চারজনের মধ্যে দুজনের নাম প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় বাকি দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। যদিও ৩০ সেপ্টেম্বরের পর মনোনয়ন প্রত্যাহার আমলে নিবে না কমিশন। তবে বুথে তাদের মার্কা ঠিকই থাকবে।
ঢাকা বিভাগে দুই পদের বিপরীতে শুরুতে চারজন মনোনয়ন সংগ্রহ করেছিল। নাইমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ টিটু, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এবং খালিদ হোসেন। এদের মধ্যে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এবং খালিদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তবে নির্ধারিত সময় পার হওয়ায় তা আমলে নিচ্ছে না কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ ইকরামুক হক গণমাধ্যমকে বলেন, খালিদ হোসেন ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু দুজনই নির্ধারিত সময়ে মনোনয়ন তুলে তা জমা দিয়ে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে প্রত্যাহার করেননি।তাই নির্বাচন কমিশনে চিঠি দিলেও সেটা কার্যকর হবে না। নিয়ম অনুযায়ীই ভোট হবে। সেই ভোটে তারা অংশ নেবেন না। সেটা ভিন্ন কথা।
নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত।