প্রকাশ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৯:২২ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালহিাতীতে দুই ট্রাকরে মুখোমুখি সংর্ঘষে লাল চাঁন মিয়া (৩৮) নামে এক ট্রাক চালকসহ ২৫টি ছাগল মারা গেছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) উপজলোর আনালিয়া বাড়ি নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক লাল চাঁন মিয়া নওগা জেলা সদরের চকরাম চন্দ্র গ্রামের মৃত জসমি উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সতেু র্পূব থানার অফসিার ইনর্চাজ মোঃ শফকিুল ইসলাম জানান, চাল বোঝাই একটি ট্রাকের (ঢাকা মট্রো-চ-১৮-৬৫০৯) উপরে ২৫টি ছাগল নিয়ে উত্তর বঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজলোর আনালিয়া বাড়ি নামক স্থানে পৌঁছালে বপিরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে চাল বোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই ২৫টি ছাগল মারা যায়। আহত ট্রাক চালককে উদ্ধার করে টাঙ্গাইল জনোরলে হাসপাতালে নেয়ার পর চিকিৎিসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ভোরের পাতা/কে