প্রকাশ: রোববার, ৩ অক্টোবর, ২০২১, ৩:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
ব্যক্তিগত প্রতিহিংসা দেখিয়ে কলকাতা টিভি বন্ধ করবেন না, কেন্দ্রকে মমতা
কলকাতা টিভি বন্ধ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতা টিভি সম্প্রচার শর্ত মানেনি এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রচার বন্ধের নোটিশ পাঠিয়েছে। মমতা এই প্রসঙ্গে বলেন, সরকার বিরোধী প্রচারের জন্য কলকাতা টিভি বন্ধ করা হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসার জন্য। এটা যেন না করা হয়। বাংলার মানুষ এটা মেনে নেবে না বলে জানান মমতা।
সম্প্রতি চ্যানেলের সম্প্রচার-স্বত্ব নবায়ন নিয়ে কলকাতা টিভিকে নোটিস পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কেন্দ্রের বক্তব্য, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিয়ে থাকে, তা কলকাতা টিভির ক্ষেত্রে খারিজ হয়ে গিয়েছে। নোটিসে জানানো হয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের মেলেনি।
এই প্রসঙ্গে মমতা বলেন, কোন মিডিয়া কাকে সাপোর্ট করবে তা তাদের নিজস্ব ব্যাপার। যে বিরোধিতা করছে, তাকেই ব্যান করা হচ্ছে, না হলে কেস দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মমতা। কলকাতা টিভির পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের এই পদক্ষেপের প্রেক্ষিতে সাধারণ মানুষকে প্রতিবাদ করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। কলকাতা প্রেস ক্লাবকেও প্রতিবাদ জানাতে বলেন। মমতার কথায়, কলকাতা টিভি পপুলার চ্যানেল। কলকাতা টিভি ব্যান করা হলে বাংলার মানুষ তা মেনে নেবে না। কলকাতা টিভির দর্শক বাংলার ছাড়াও গোটা দেশে রয়েছে।
সম্প্রতি চ্যানেলের সম্প্রচার-স্বত্ব নবায়ন নিয়ে কলকাতা টিভিকে নোটিস পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কেন্দ্রের বক্তব্য, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিয়ে থাকে, তা কলকাতা টিভির ক্ষেত্রে খারিজ হয়ে গিয়েছে। কলকাতা টিভির বক্তব্য, হ্যাঁ ঠিকই খারিজ হয়ে গিয়েছে। কিন্তু কোন যুক্তিতে তা বলা হয়নি।
তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় কলকাতা টিভির ওই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য ফরওয়ার্ড করেছিল। কেন্দ্র সাত দিনের মধ্যে এই নোটিসের জবাব চেয়েছে। জানতে চাওয়া হয়েছে কেন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে না। এই ঘটনার পর রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন কলকাতা টিভির দর্শকরা। বিভিন্ন রাজনৈতিক দলও কেন্দ্রকে তীব্র আক্রমণ করে।