প্রকাশ: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৪:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি (শুল্কমুক্ত) সুবিধা পাওয়া সহজ নয়। তবে ইউরোপের বাজারে ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধা হারালেও জিএসপি প্লাস সুবিধা পেতে বড় কোনো বাধা নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
এক মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শনিবার (২ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ২০২৪-২০৩৪ জিএসপি রেগুলেশনে এই ইম্পোর্ট থ্রেডশোল্ড শর্তটি বাদ দিয়েছে। ফলে আমরা যখনই ইবিএ সুবিধা হারাই না কেন জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা থাকল না।
সভাপতি বলেন, জিএসপি ফেরত না পাওয়ার কারণটা রাজনৈতিক ইস্যু। আমাদের তৈরি পোশাক খাত কখনও জিএসপির আওতায় ছিল না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধান অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলোর ৯৭ শতাংশ পণ্যে উন্নতি দেশগুলো শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিতে বাধ্য। এরপরও যুক্তরাষ্ট্র সুকৌশলে ওই ৯৭ শতাংশ পণ্যের শধ্যে আমাদের তৈরি পোশাক খাতকে রাখে নাই। তারপরও সফরে এ বিষয়ে কথা বলেছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর অনেকটা অবরুদ্ধ ছিলাম। এখন আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি।
ভোরের পাতা/কে