প্রকাশ: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৩:১৫ পিএম আপডেট: ০২.১০.২০২১ ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভৈরব বাজার স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভৈরব জিআরপি থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, ভৈরব রেলস্টেশনের আউটারে জগনাথপুর এলাকায় দুপুর দেড়টার দিকে নাসিরাবাদ ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ ও চট্টগ্রামের মধ্যে চলাচল করে।
কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-চট্টগ্রামে লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরুন নবী জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসছে।
ভোরের পাতা/অ