প্রকাশ: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১২:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ শনিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় হানিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শুরু থেকেই রাজনীতিতে যুক্ত হন জিয়াউদ্দিন বাবলু। ডাকসুর জিএস হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি ১৯৮২ সালে ঢাকসু নির্বাচিত জিএস ছিলেন। পরবর্তীতে এরশাদ শাসনামলে যোগদান করে উপ-মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১/১১ সময় আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠনের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালীন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। চট্টগ্রাম ৭ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন জিয়াউদ্দিন বাবলু। এছাড়াও তিনি দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
তাঁর এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো।
হানিফ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।