বিশ্বব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশকে পরিচিত করিয়েছেন: ড. কলিমউল্লাহ
প্রকাশ: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৮:০৮ পিএম | অনলাইন সংস্করণ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ শুক্রবার (১ অক্টোবর) জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্বব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। তিনি নিপীড়িত মানুষের পক্ষে আন্দোলন ও সংগ্রাম পরিচালনার মাধ্যমে এক অপ্রতিদ্বন্দী নেতা হিসেবে বিশ্বের বুকে নিজেকে দাঁড় করিয়েছেন। তাঁর প্রচেষ্টাতেই বাংলাদেশ বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে।
আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পঞ্চগড় থেকে মোঃ খাদেমুল ইসলাম।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইউএন ডিসএবিলিটি হিউম্যান রাইটস্ চ্যাম্পিয়ন আব্দুস সাত্তার দুলাল। তিনি শাসকদলকে বঙ্গবন্ধু পাঠে উজ্জীবিত হওয়ার পরামর্শ প্রদান করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জেবউননেছা। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করার আহ্বান জানান।
আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিক। গেস্ট অব অনার ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বীরমুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এ কে আজাদ পাটোয়ারি। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বছরব্যাপী আলোচনাসভা পরিচালনা করার আহ্বান জানান। তাঁর এ প্রস্তাবের পক্ষে সমর্থন ব্যক্ত করেন আজকের আলোচনা সভার অন্যতম আলোচক এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রলি।
আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে রংপুর থেকে আফসানা করিম, নীলফামারী থেকে ফাতেমাতুজ জোহরা লিমা, কুমিল্লা থেকে মোঃ কামাল উদ্দিন, এবং যশোর থেকে মোঃ নাজমুল হক শ্রেয়াস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান।