প্রকাশ: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৫:০৪ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ তারিখ হল খোলার নির্দেশনা দিলেও এই সিদ্ধান্ত ভেঙে আজ দুপুরেই হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা হল ফটকের সামনে জড়ো হন। এরপর সাড়ে তিনটার দিকে একুশে হলের প্রধান ফটকের কলাপসিবল গেইটের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন। এরপর তারা নিজেদের রুমগুলোর তালা ভেঙে রুমে ঢোকেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে যাই। তাদেরকে পাঁচ তারিখের আগে হলে না উঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।
হলের প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম. সৈয়দ বলেন, এই ব্যাপারে আমরা মিটিংয়ে বসেছি। মিটিং শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।
ভোরের পাতা/কে