প্রকাশ: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৩:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. সেলিম ওরফে লম্বা সেলিম (২৭) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় উখিয়া ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে থাকে আটক করা হয়। মো. সেলিম একই ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক সেলিমকে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করে। বৃহস্পতিবার বিকালে উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্র জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।