রোববার সন্ধ্যায় জিন্নাহর মূর্তির তলায় বিস্ফোরক পেতে রেখেছিল হামলাকারীরা। তা থেকেই বিস্ফোরণ ঘটে।
গত জুনে তুলনামূলক নিরাপদ এলাকা বলে পরিচিত মেরিন ড্রাইভ এলাকায় বসানো মূর্তিটি বিস্ফোরণে চুরমার হয়ে গেছে বলে জানিয়েছে প্রথম সারির পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন।
গাওদারে জিন্নাহর মূর্তিটি স্থাপন করা হয়েছিল চলতি বছর শুরুর দিকে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া দল বালুচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।
তবে সুনির্দিষ্টভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। সিসিটিভির ফুটেজে যদিও যদিও রোববার কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে মুর্তির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে, কিন্তু কারোর চেহারা বোঝা যায়নি।
এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আবদুল কবির খান জানিয়েছেন, দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।