প্রকাশ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৩ পিএম আপডেট: ২৭.০৯.২০২১ ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের অবসরের ব্যাপারটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
তিনি বলেন, আমার বয়স এখন ৩৪। আমি যতদিন পারি খেলে যেতে চেষ্টা করব। আমি ক্রিকেটকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট দারুণ।
এখানে একদিন ভালো খেলা যেকোনো সংস্করণে ভালো করার চাইতে দারুণ। টেস্টে ভালো করলে আপনার মনে হবে আপনি সেটা অর্জন করেছেন। আমি সবার সঙ্গে টেস্ট খেলা মিস করব। আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি। আমার মনে হয়েছে আমি যথেষ্ট খেলেছি। দলের জন্য যা করেছি, তাতে আমি বেশ খুশি।
করোনার কারণে এখন যেকোনো সিরিজ শুরুর পূর্বেই ক্রিকেটারদের জৈব সুরক্ষিত বলয়ে রাখা হয়। যেখানে পরিবার থেকে দূরে থাকতে হয় ক্রিকেটারদের।
জৈব সুরক্ষিত বলয়ের কারণে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে চাচ্ছেন না মঈন। একইসঙ্গে ইংল্যান্ডের পোশাকে সাদা বলের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সম্পূর্ণ মনোনিবেশ করতেই তার এমন সিদ্ধান্ত।
এর আগেও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ৩৪ বছর বয়সী মঈন।
উল্লেখ্য, ২০১৯ সালে অনির্দিষ্টকালের জন্য টেস্ট থেকে দূরে ছিলেন মঈন আলী। ফিরেছেন ভারতের বিপক্ষে, লর্ডস টেস্টে। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলে ২৮.২৯ গড়ে দুই হাজার ৯১৪ রান করেছেন মঈন। চারটি সেঞ্চুরি ছাড়াও করেছেন ১৪টি হাফ সেঞ্চুরি। বল হাতে ৩৬.৬৬ গড়ে শিকার করেছেন ১৯৫টি উইকেট।
ভোরের পাতা/অ