প্রকাশ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩০ এএম আপডেট: ২৭.০৯.২০২১ ১২:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টা ১২ মিনিটে ফিলিপিইনের বাতাঙ্গাস প্রদেশের লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এসময় দেশটির রাজধানী ম্যানিলার বাড়িঘরও কেঁপে ওঠে। কম্পনের কারণে মানুষের ঘুম ভেঙে যায় এবং আতঙ্কে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তালিসে শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল অন্তত ৯৪ কিলোমিটার।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা জানান কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।
প্যাসিফিক রিং অব ফায়ার- এ অবস্থিত ফিলিপাইন নিয়মিতই ভূমিকম্প হয়। কম্পনপ্রবণ এ অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ- পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।
ভোরের পাতা/অ