প্রকাশ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ এএম | অনলাইন সংস্করণ
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যাওয়া দুজনই ময়মনসিংহের। তারা হলেন- সদরের আনোয়ারা বেগম (৭৫) ও গৌরীপুরের আমেনা খাতুন (৬০)।
এ ছাড়াও করোনার উপসর্গ নিয়ে জামালপুরের নুরুন্নাহার (৬০) নামে এক নারী মারা গেছেন।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জন ভর্তিসহ বর্তমানে মোট ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১০ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন ব্যক্তি।
উল্লেখ্য, এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১৮ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
ভোরের পাতা/অ