প্রকাশ: রোববার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ পিএম | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন। তার স্বীকৃতি জাতিসংঘের এই এসডিজি অগ্রগতি পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অনেক স্বীকৃতি তিনি পেয়েছেন। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশের জিডিপি ৫.২৪% উন্নীত হয়েছে যখন অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশ কোভিড-১৯ মহামারির কারণে নেতিবাচক অবস্থার সঙ্গে লড়াই করছে। বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এসবই সম্ভব হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪৭৪তম পর্বে রোববার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, সভাপতি, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এবং লেখক মায়েদুল ইসলাম তালুকদার বাবুল, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
খান লিটন বলেন, আমি প্রথমেই বলতে চাই আমি একজন স্বাধীনতার সপক্ষের মানুষ, সাংবাদিকতার পাশাপাশি আমার রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ। বাংলাদেশের থাকাকালীন সময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি আমার কিন্তু ইউরোপে থাকার সুবাদে আমি খুব কাছ থেকে তাকে বেশ কয়েকবার দেখেছি, পাশে বসে কথা বলেছি। পঁচাত্তরের পট পরিবর্তনের সময় তিনি যখন জার্মানিতে ছিলেন তখনকার অবস্থা যেমন ছিল পরবর্তীতে সেটা ভুলে যাননি জননেত্রী শেখ হাসিনা। প্রবাসীদের প্রতি সব সময় তিনি সহৃদয়বান ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতোনা। আজকে বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ নামে যে দেশ রচিত হয়েছে সেটা বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই এরকম সম্ভব হয়েছিল। আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ নামে পরিচিতি পেয়েছে। আমরা এখানে বাংলাদেশি বলে নিজেরদের পরিচয় দিতে পেরেছি। আমার দেখা শেখ হাসিনাকে যতবার দেখেছি যেমন ১৯৯৫ সালে, ২০০২ সালে, ২০০৩ সালে, ২০০৯ সালের যতবারই তাকে দেখেছি ততবারই আমি একটা বিষয় উপলদ্ধি করেছি যে, জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে আজকের এই উন্নয়নশীল বাংলাদেশ রচিত হতো না। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন আমরা বাংলাদেশ পেতাম না ঠিক তেমনি শেখ হাসিনার জন্ম না হলে আজকের এই শান্তিপূর্ণ বাংলাদেশের যে অবস্থান আছে সেটা সম্ভব হতো না।