প্রকাশ: রোববার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ পিএম | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন। তার স্বীকৃতি জাতিসংঘের এই এসডিজি অগ্রগতি পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অনেক স্বীকৃতি তিনি পেয়েছেন। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশের জিডিপি ৫.২৪% উন্নীত হয়েছে যখন অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশ কোভিড-১৯ মহামারির কারণে নেতিবাচক অবস্থার সঙ্গে লড়াই করছে। বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এসবই সম্ভব হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪৭৪তম পর্বে রোববার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, সভাপতি, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এবং লেখক মায়েদুল ইসলাম তালুকদার বাবুল, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
রবিন মোহাম্মদ আলী বলেন, আজ ভোরের পাতা সংলাপে আমাদের জননেত্রী শেখ হাসিনা ৭৫তম জন্মদিন উপলক্ষে কিছু কথা বলতে এখানে সংযুক্ত হয়েছি এটা আমার জন্য অনেক খুশীর ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন। তার স্বীকৃতি জাতিসংঘের এই এসডিজি অগ্রগতি পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অনেক স্বীকৃতি তিনি পেয়েছেন। এর আগে কমনওয়েলথভুক্ত দেশের সরকারপ্রধানদের মধ্যে অন্যতম সফল এবং অনুকরণীয় তিনজন নারী সরকারপ্রধানের একজন নির্বাচিত হন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনা তার বাংলা ভাষণে করোনা ভাইরাসের টিকার মেধাস্বত্ব উঠিয়ে এর ন্যায্যতাভিত্তিক বণ্টন, রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন ইস্যু, একীভূত অর্থনৈতিক উন্নয়ন, বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি জোর দিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে অবদান রেখেছিলেন ও শান্তির ললিত বাণী শুনিয়েছিলেন, তার পথ ধরে তার কন্যাও আজ বর্তমান বিশ্ব উপযোগী শান্তির ললিত বাণী শোনাচ্ছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি উল্লেখ করেন যে, ‘স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত এবং ধর্মনিরপেক্ষ এক সোনার বাংলা প্রতিষ্ঠা করব। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশের জিডিপি ৫.২৪% উন্নীত হয়েছে যখন অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশ কোভিড-১৯ মহামারির কারণে নেতিবাচক অবস্থার সঙ্গে লড়াই করছে। বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং দেশের রেমিট্যান্স-প্রবাহ, কৃষি উৎপাদন এবং রপ্তানিতে পরিবর্তন এসেছে। এসবই আজ সম্ভব হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণে।