প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:০৫ পিএম আপডেট: ২৫.০৯.২০২১ ৯:১৪ পিএম | অনলাইন সংস্করণ
নবীগঞ্জের মাহিদা (৩৫) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসহায় অবস্থায় বেঁচে আছেন। প্রায় দুইবছর ধরে এই রোগের সাথে লড়াই করে চলছেন।
জানা যায়, তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অধীনে চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকে তাঁকে জানানো হয়েছে, তার লিভার প্রায় সম্পূর্ণই অকেজো হবার পথে। সাধারণ চিকিৎসায় এটা আরোগ্য হওয়া সম্ভব নয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে ঢাকা রেফার করা হয় কিন্তু টাকার অভাবে দুশ্চিন্তা হীন হয়ে গেছে তার পরিবার। বর্তমানে সে বাড়িতেই থাকছেন টাকার অভাবে নিতে পারছেন না উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ।
চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য পেলে নির্দিষ্ট সময়ের ভেতর লিভার চিকিৎসা করেন তাহলেই কেবল মাহিদা কে বাঁচানো সম্ভব হবে।
এখন পর্যন্ত সরকারি সাহায্য হিসেবে তিনি নবীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে কোন অনুদান পেয়েছেন কি না জানতে চাইলে মাহিদার স্বামী সমরাজ মিয়া (৩৮) জানান, সমাজসেবা অধিদপ্তরের সকল কাগজপত্র ডাক্তারি প্রেসক্রিপশন চিকিৎসাধীন ডাক্তারের সীল স্বাক্ষর ও নবীগঞ্জের বাহুবল আসনের শাহনেওয়াজ মিলাদ গাজী এমপির সীল স্বাক্ষরসহ নবীগঞ্জ সমাজসেবা অধিদপ্তরে জমা দিলেও কোন প্রতিকার পায়নি। এগুলোর সময় আর এখন নেই এখন টাকা পয়সা পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বাড়িতে চলে আসি।
এছাড়াও সমাজের বিভিন্ন বিত্তবানদের সহায়তায় ফেলে চিকিৎসা চালিয়ে যেতে পারবেন বলে জানান অসুস্থ মহিলা মহিলার স্বামী সমরাজ মিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, লিবার সিরোসিস রোগে আক্রান্ত মাহিদার বাড়ি নবীগঞ্জ উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে সমরাজ মিয়া স্ত্রী মাহিদা চাঁর সন্তানের জননী
নেই মাথা গোঁজার ঠাঁই একমাত্র ভিঠা শেষ পর্যন্ত বিক্রি করতে হবে ।
অসুস্থ মাহিদা কেঁদে কেঁদে বলেন আমিও বাঁচতে চাই। কিন্তু আমার নেই ভিটে ছাড়া আর কিছু অবুঝ দুই টা ছেলে ভিটে বাড়ি বিক্রি করলে থাকবে না আমার দুটি অবুঝ শিশুর মাথা গোঁজার ঠাঁই, নেই অর্থ, নেই চিকিৎসা করার ক্ষমতা। কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে কিছু অর্থ দান করেন তাহলেই কেবল বাঁচতে পারে আমার জীবন।
ভোরের পাতা/কে