প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৩ পিএম আপডেট: ২৫.০৯.২০২১ ৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ
উইগ্রো এবং নরম এগ্রো কৃষি প্রকল্পে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তর্ভিক্তিকরনের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বনিম্ন ২০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে অর্গানিক কৃৃৃষি৷ উৎপাদনে অংশ নিতে পারবে।
নরম এগ্রো বিগত তিন বছর যাবত অত্যন্ত সুনামের সাথে অর্গানিক উপায়ে গরু ও ছাগল মোটাতাজাকরন, মৎস চাষ এবং পোল্ট্রি উদপান এবং বিপনন ব্যবসায় জরিত।
উইগ্রো একটি একটি বিনিয়োগ কোম্পানি যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের একত্রিত করে কৃষি খামারের সল্প এবং দীর্ঘ মেয়াদী প্রকল্পে বিনোগের ব্যবস্থা করে দেয়। এর মাধ্যমে পুঁজির সর্বোচ্য ব্যবহার হয়।
উক্ত স্বাক্ষর অনুষ্ঠান নরম এগ্রো সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন নরম এগ্রো'র ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক ইবনে হাসান, পরিচালক এনামুল হক এবং নুরুল কবির। উইগ্রো থেকে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুর রহমান, সিইও ও কো -ফাউন্ডার এবং সিওও ও কো -ফাউন্ডার মোঃ আলভি রহমান।
এসময় তারা আশা ব্যক্ত করেন, এই কার্যকরী স্বাক্ষর দেশের কৃষি খাতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে যা কৃষি খামার বা এর অঙ্গসংগঠন গুলোকে নতুন নতুন উদ্যোক্তা তৈরীরে সাহায্য করবে।