প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৫ পিএম | অনলাইন সংস্করণ
পাঁচ বছর পর যেন আবারো আইপিএলে স্বমহিমায় মুস্তাফিজ। ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসরেই নিজের কাটার-স্লোয়ারে বাঘা বাঘা ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছিলেন বাংলাদেশের এই পেসার। সে বছর ১৭টি উইকেট নিয়ে দ্য ফিজ জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার।
অবশ্য তারপর মুস্তাফিজুরের আইপিএল অভিযান খুব একটা মনে রাখার মতো হয়নি। ২০১৭ সালে ১টি ম্যাচ খেলেছিলেন তিনি। পাননি কোনো উইকেট। ২০১৮ আইপিএলে ৭ ম্যাচে মুস্তাফিজ সাকুল্যে নেন ৭টি উইকেট।
মাঝে দুই মৌসুমের ব্যবধান কাটিয়ে চলতি আইপিএলে ফিরে আসেন মুস্তাফিজুর। এরই মধ্যে রাজস্থান রয়্যালসের হয়ে ৯ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
আপাতত বেগুনি টুপির দৌড়ে মুস্তাফিজুর রয়েছেন ১৩ নম্বরে। বিদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৪ নম্বরে আছেন তিনি। ক্রিস মরিস নিয়েছেন ১৪টি উইকেট। রশিদ খানের দখলে রয়েছে ১১টি উইকেট। রাবাদা রাজস্থান ম্যাচে বল হাতে নেয়ার আগে পর্যন্ত শিকার করেছেন ১১টি উইকেট।
শনিবার দিল্লির বিরুদ্ধে আবু ধাবিতে রাজস্থানের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন মুস্তাফিজুরই। তিনি ৪ ওভারে ২০ রানের বিনিময়ে দখল করেছেন ২টি উইকেট। এ যেন ঠিক আগের সেই পুরনো ফিজ!