প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ(বিডা)র অফিসিয়াল অংশীদার জাতীয় গবেষনা উন্নয়ন সংস্থা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন(বিবিএফ)এর এক যুগ পূর্তিতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে “বিবিএফ ইয়ুথ লিডারশীপ সামিট-২০২১ অনুষ্ঠিত হয়।
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানে তুরস্ক থেকে ভার্চুয়ালি অংশগ্রহন করে তিনি বলেন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সমাজকে বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মানে অনবদ্য ভূমিকা রাখবে। তিনি বিবিএফ চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান প্রতিষ্ঠিত বিবিএফ-এর মাধ্যমে বাংলাদেশের উজ্জলতর ভাবমূর্তি সারা বিশ্বে পৌছে দেওয়ার জন্য ধন্যবাদ্ জ্ঞাপন করেন।
তিনি বলেন “বাকশাল কায়েমের মাধ্যমেই বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। বঙ্গবন্ধুর স্বাপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে নৈতিক মূলবোধ সম্পন্ন যুব সমাজই সমাজ ও রাষ্ট্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।”
এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা, নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র, আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলমোদি, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি, কোরিয়ার রাষ্ট্রদূত পাকসং ইয়প।
রাষ্ট্রদূতরা বিবিএফ-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খানের নেতৃত্বে আজকের ইয়াং জেনারেশন দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। তারা বিবিএফ-এর মানবহিতৈষী ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সাতজন ইয়াং লিডারকে সম্মাননা প্রদান করা হয়। এদেরমধ্যে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর স্বত্বাধিকারি নাফিসা কামাল, বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বাংলা কারস এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, বেঙ্গল এলপিজির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, ইয়াং পলিটিশিয়ান নেহরিন মোস্তাফা, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের পরিচালক জোবায়ের তানসিম আহম্মেদ এবং পাঠাও এর সিইও ফাহিম আহমেদ। যুব নেতৃত্বকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য মোট সাতজনকে পুরস্কৃত করা হয়।প্রতি বছর এরকম একটি অনুষ্ঠান করার প্রত্যয় ব্যাক্ত করেন বিবিএফ চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান।
বক্তারা বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ সম্পর্কিত কার্যক্রমের ভূয়শী প্রশাংসা করেন। বঙ্গবন্ধু কন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জারপরনাই প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের এক যুগ পূর্তিতে সকল সম্মানিত সদস্য, উপদেষ্ঠা, ও বিবিএফ গ্লোবালের সারা পৃথিবীর সকল সমন্বয়কারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।