রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মার মোহনা থেকে জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান সেখ ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকা দিয়ে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।
জেলে রতন হালদার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নৌকা নিয়ে কয়েকজন মিলে পদ্মার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে বসে থাকি। শনিবার ভোরে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি; জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।
পরে সবাই মিলে একটু সময় নিয়ে জাল পানি থেকে তুলে দেখি বিশাল আকৃতির একটি বড় চিতল মাছ ধরা পড়েছে। এতো বড় চিতল জালে পাবো তা কখনো কল্পনা করিনি বলে জানান তিনি।
মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার চিতল মাছের অনেক চাহিদা। পদ্মায় চিতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। শনিবার সকালে স্থানীয় জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১৮ হাজার ৬০০ টাকাই মাছটি কিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ২০০ টাকাই মাছটি বিক্রি করি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু বড় চিতল মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।
ভোরের পাতা/অ