নিজের অনুষ্ঠানের একটি পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ্যপান করার দৃশ্য দেখান কপিল।
এতে আদালত অবমাননা করা হয়েছে অভিযোগে এ অনুষ্ঠানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে।
আইনজীবী জানান, যে পর্ব নিয়ে তার আপত্তি সেটি ২০২০ সালের জানুয়ারি মাসের। চলতি বছরের ১৪ এপ্রিলে সেই পর্বটি আবারও টেলিভিশনে সম্প্রচারিত হয়।
এমন দৃশ্যের মাধ্যমে আদালতের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ওই আইনজীবীর। এ কারণে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার জেলা আদালতে একটি মামলা দায়ের হয়েছে অনুষ্ঠানটির বিরুদ্ধে।
আইনজীবীর অভিযোগ, একটি পর্বে আদালতের দৃশ্য সাজানো হয় মঞ্চে। সেখানে এজলাসে চরিত্রদের মদ্যপান করার দৃশ্য দেখানো হয়েছে। এতেই আদালতকে অসম্মান করা হয়েছে। পাশাপাশি কপিল শর্মার শোয়ের আরও কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে এই আইনজীবীর।
তার আরো অভিযোগ, শোয়ে নানা সময়ে মহিলাদের ক্ষেত্রে অপমানজনক মন্তব্য করা হয়। এর প্রতিকার প্রয়োজন। এসব কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ভারতের এই জনপ্রিয় শোতে বলিউডের বড় বড় সব অভিনেতা আসেন অতিথি হয়ে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার থেকে বহু সেলিব্রেটিতের আনাগোনা এই কপিলের শোয়ে।
ভোরের পাতা/অ