বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করছেন শেখ হাসিনা: ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
প্রকাশ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ পিএম | অনলাইন সংস্করণ
আমাদের আজকের বাংলাদেশের যে উন্নতি, ভিত্তি সেটা কতটা শক্ত। তা আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট; এইগুলো দেখে কিন্তুধরেই নিতে পারি যে কতটা স্থিতিশীল ও টেকসই ভিত্তির উপর দাঁড়িয়ে আছি আমরা। বিশেষ করে করোনাকালে পৃথিবীর অন্যান্য দেশে যখন অর্থনীতি ঋণাত্মক তখন আমাদের দেশের অর্থনীতি ধনাত্মক পর্যায়ে চলে গেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ফেলেছেন শেখ হাসিনা। সেটা হলো বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নত অবস্থানে নিয়ে গেছেন।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪৭২তম পর্বে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, আজকে এই দিনটিতে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো ভাষণ দিয়েছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিবেন বাংলায়। স্বাধীন বাংলার উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু যে কাজগুলো শুরু করে গিয়েছিলেন তা তিনি সমাপ্ত করতে পারেননি, মাঝপথেই তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের আদর্শিক জায়গা থেকে পিছিয়ে ফেলা, আমাদের সংবিধানকে কলঙ্কিত করা, বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি জায়গাতেই পেছনে ফেলা দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আজকের এই অবস্থানে টেনে তুলেছেন তারই কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেখানে থেমে গিয়েছেলেন সেখান থেকেই জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশকে টেনে তুলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। জননেত্রী শেখ হাসিনার আমলে যেসব উন্নয়ন হয়েছে তা কিন্তু এতো অল্প সময়ে এখানে তুলে ধরা যাবে না। এবং আগামী ২৮ সেপ্টেম্বরে তাঁর ৭৫তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছি আমরা, সেখানে সে সময় অনেক টকশো হবে, অনুষ্ঠান হবে, তাকে নিয়ে লেখালেখি হবে তার বর্ণাঢ্য জীবন নিয়ে। আমার কাছে যেটা মনে হয় আজকের এই নশ্বর পৃথিবীতে ৭৫ বছর বেঁচে থাকাটাই বড় অর্জন আর সেটা যদি গৌরবের হয় তাহলে তো সেটা আরও বড় অর্জন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটুকু অর্জন আরও আগেই অর্জিত করে ফেলেছেন। তিনি যে সব কাজের জন্য অমরত্বের দিকে চলে গেছেন বা আমাদের মাঝে অমর হয়ে থাকবেন সেটা নিয়েও ২৮ তারিখে বিস্তর আলোচনা হবে। আমি একটু অন্য প্রেক্ষাপটে আলোচনা করতে চায় সেটা হলো, আমাদের আজকের যেই উন্নত বাংলাদেশের ভিত্তি সেটা কতটা শক্ত। আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট; এইগুলো দেখে কিন্তু আমরা ধরেই নিতে পারি যে কতটা স্থিতিশীল ও টেকসই ভিত্তির উপর দাঁড়িয়ে আছি আমরা এবং বিশেষ করে করোনাকালে পৃথিবীর অন্যান্য দেশে যখন অর্থনীতি ঋণাত্মক তখন আমাদের দেশের অর্থনীতি ধনাত্মক পর্যায়ে চলে গেছে। কিন্তু অর্থনীতিক সমৃদ্ধির উপর দাড় করাতে হয় তখন কিন্তু আমাদের আদর্শিক মুক্তি ও সঠিক লোকের হাতে ক্ষমতা হস্তান্তর ও সঠিক জায়গাতে তাদের নিয়ে আসতে হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ফেলেছেন শেখ হাসিনা সেটা হলো বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নত অবস্থানে নিয়ে গেছেন।