তিনি বলেন, জোনভিত্তিক ইউটিলিটির দাম নির্ধারণ করতে হবে। কেননা গুলশানে থাকা ব্যক্তি এবং যাত্রাবাড়ী থাকা ব্যক্তির জীবন যাপনের এক রকম নয়। সে হিসাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম নির্ধারণ করতে হবে।
তাজুল ইসলাম বলেন, শুধুমাত্র খাল এবং ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতি করলেও ঢাকা শহরকে পানির সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব না। আশেপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর যদি যত্ন নেয়া না হয় তাহলে এই অবস্থার উন্নতি হবেনা। পানির দাম বাড়ানোর জন্য আমি বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন ধীরে ধীরে বাড়ানো হবে।
বর্ষায় রাজধানীতে অন্যতম একটি সমস্যা জলাবদ্ধতা। বেশিরভাগ এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে দুর্ভোগ তৈরি হয়। সেমিনারে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, নির্দিষ্ট এলাকা নিয়ে একটি বায়ো-ইকো পার্কের মাধ্যমে ভু-গর্ভস্থ পানি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় মেয়র আরও বলেন, খালগুলো সম্পূর্ণ অবহেলিতভাবে রয়েছে। অবৈধভাবে এগুলো দখল করে রাখা হয়েছে। এরপর আমরা এই সকল অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ভোরের পাতা/কে