বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব ১৫ এর সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও ৫ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে সেই ট্রলারে মিলে এই ইয়াবা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের উপর নজর রাখছিল র্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।