প্রকাশ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৩:০২ এএম আপডেট: ২২.০৯.২০২১ ৩:০৩ এএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরার প্রতাপনগরে নদীর পানি বৃদ্ধির ফলে একটি মসজিদ প্রায় অর্ধেকই ডুবে আছে পানিতে। যেকোনো সময় তলিয়ে যেতে পারে নদীতে। তবুও মসজিদটির ইমাম প্রতিদিনই সাঁতার কেটে ডুবন্ত ওই মসজিদেই আজান দেন।
ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দূর থেকে সাঁতার কেটে মসজিদ থেকে ফিরছেন ইমাম মঈনুর রহমান।
এদিকে ইমামকে সহায়তা প্রদান করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফলে ইমামকে আর সাঁতরে মসজিদে যেতে হবেনা।
প্রতাপনগর ইউনিয়ন দীর্ঘ কয়েক মাস যাবৎ বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে আছে। কয়েকটি গ্রামের মানুষ, মসজিদ, মাদরাসাসহ সকল পথঘাট ও সড়ক প্লাবিত হয়ে যাওয়ায় মসজিদের আশপাশসহ বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে আছে। হাওলাদার বাড়ি জামে মসজিদের একেবার পাশের দু’টিসহ আশপাশের ১৫/২০টি ঘরবাড়ি সম্পূর্ণ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। মসজিদকে চালু রাখতে মসজিদের ইমাম হাফেজ মইনুর ইসলাম প্রতিদিন ৫ বার পানিতে সাঁতরে মসজিদে গিয়ে আযান ও নামাজ আদায় করে থাকেন। অন্য ওয়াক্তে অনেকে না যেতে পারলেও জুমআর দিন অনেক মুসল্লি কষ্ট করে মসজিদে নামাজ আদায় করে থাকেন। কখনো কখনো তিনি মসজিদের ভেতরে থাকেন আবার যখন মসজিদের ভেতরে পানি উঠে যায় তখন মসজিদের ছাদে রাত্রি যাপন করেন। মসজিদের ইমাম সাহেব সাঁতার দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া-আসা করেন এমন একটি ভিডিও পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।