শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এফবিসিসিআই প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র যাত্রা
এফবিসিসিআই নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন ও সম্প্রসারণে উদ্যোগ নেবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

জাতিসংঘের ৭৬তম সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দিতে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৬তম সাধারন অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড: দি নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল।

বৃহষ্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল। ঐদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বিজনেস মিটিংয়ে অংশ নেবেন এফবিসিসিআই নেতৃবৃন্দ।

রবিবার, ২৬ সেপ্টেম্বর এনআরবি ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউএস-বাংলাদেশ সোশিও-ইকোনোমিক পারসপেকটিভ” শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন- এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামিম, সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর, সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দীন) এম.পি, চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম নাঈমুর রহমান, এম.পি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক বেনজীর আহমদ, এম.পি, এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসাইন চৌধুরী (রনি), মোঃ রেজাউল করিম রেজনু, সিআইপি, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, শমী কায়সার, মোঃ নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান, নাজ ফারাহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি রিজওয়ান রাহমান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি নিহাদ কবীর।

এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে রয়েছেন, টোটল বিজনেস সল্যুশনস এর ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক জেসমিন আক্তার, মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক নাজরীন ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি গোলাম নাসির, অ্যাকুরেট স্টিল লিমিটেড এর ফাহিমা আখতার, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাবিনা কাইয়ুম।

বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আছেন এফবিসিসিআই’র কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান ও খান মোঃ নুরে আলম সিদ্দিকী।

সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক থেকে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]