প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে পুরো সিরিজ বাতিল করে দিয়ে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদেরকে সিদ্ধান্ত থেকে ফেরানোর জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডানকে কিন্তু কাজ হয়নি।
নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
আফ্রিদি তার টুইটে লিখেন, নিরাপত্তার হুমকিটা নিছকই গুজব, সব রকমের নিশ্চয়তা দেওয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, নিউজিল্যান্ডকে জবাব দেয়া হবে।
শোয়েব আখতার বলেছেন, পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে যখন উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব, তখন হঠাৎ করেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয়, ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল।
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে বাকি ম্যাচ খেলতে গেইল এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।
এ ঘটনার পর বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটাররা পাকিস্তান নিরাপদ বলে তাদের মত জানাচ্ছেন।
দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারন স্যামি আগের দিনই জানিয়েছেন, পাকিস্তান সবসময়ই নিরাপদ। এবার পাকিস্তানকে নিরাপদ বলে মুখ খুললেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
নিউজিল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে আপাতত। দেশটিতে সফরে যাওয়ার কথা থাকলেও এখন নতুন করে ভাবছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
এমন পরিস্থিতিতে গেইলের টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) স্বস্তি দিতে পারে কিছুটা।
গেইলের টুইটে রিটুইট হয়েছে প্রায় ৩২ হাজার বার। লাইক করেছেন দেড়লাখের বেশি মানুষ। পাকিস্তানি
পেসার মোহাম্মদ আমিরও রি-টুইটে লিখেছেন, কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এই আরব আমিরাতকেই দীর্ঘদিন হোম গ্রাউন্ড বানিয়ে খেলেছে পাকিস্তান।
ভোরের পাতা/অ