প্রকাশ: রোববার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪১ এএম | অনলাইন সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
এই দিন করোনায় কারো প্রাণহানির তথ্য নেই। এই ৪ জনের মধ্যে ৩ জন করোনা উপসর্গে এবং একজন করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে নওগাঁর ২ জন এবং ঝিনাইদহের ১ জনসহ ৩ জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় জয়পুরহাটের আরেকজন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন।
ভোরের পাতা/কে