প্রকাশ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ পিএম | অনলাইন সংস্করণ
৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর শিয়ালবাড়ির এক চাকরিজীবী। তার নাম মো. ওয়াহিদ খান (৩৮)। শিয়ালবাড়ীর বাসা থেকে গত ১২ সেপ্টেম্বর বনানী অফিসে আসেন তিনি। এরপর নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী গত ১৩ সেপ্টেম্বর সোমবার বনানী থানায় পুলিশকে লিখিত অভিযোগ করেন।
মো. ওয়াহিদ খানের স্ত্রী বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে আট দিকে বাসা থেকে অফিসের উদ্যেশে রওনা হন। পরে বিকাল ৫টা পর্যন্ত তার কোন যোগাযোগ না পেয়ে তাকে ফোন দেই। তার ফোন বন্ধ পাই। পরে অফিসের এক কলিগকে ফোন দেই।
তিনি জানান, যে ৯টার দিকে অফিসে আসছিলেন তিনি। পরে সাড়ে ৯টার দিকে অফিসের কাছে মালিবাগ যান। কিন্তু পরে তাকে তার ফোনে বন্ধ পাচ্ছি। তাকে খুঁজে পাচ্ছি না।
তবে তিনি আরো জানান, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। এছাড়া তার জানামতে তার তেমন কোন শক্রও নেই। আমি খুব অসুস্থ। বাসা থেকে বের হতে পারছি না। তাই দ্রুত ওয়াহিদের সন্ধান চান তিনি।
নিখোঁজের ৭ দিন পরেও মো. ওয়াহিদ খান কোনো হদিস মেলেনি জানতে চাইলে বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু মো. ওয়াহিদ খান ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে তাকে খুঁজে বের করতে তৎপরতা চলছে পুলিশের।