রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সালমান এফ রহমানের নেতৃত্বে ৮ দিনের সফরে সৌদি আরবে প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি বিনিয়োগ বাড়াতে, সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৮ দিনের সফরে সৌদি আরব পৌঁছেছে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। 

ঢাকা ত্যাগের আগে সালমান এফ রহমান বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ঢাকা-পায়রা বন্দর রেল সংযোগ ও কক্সবাজার উন্নয়নে সৌদি অর্থায়ন নিয়ে আলোচনা হবে। এছাড়া বেসরকারি কয়েকটি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও সফরে গুরুত্ব পাবে। 

তিনি বলেন, ২০১৯ সালে সৌদি আরব থেকে বাণিজ্যমন্ত্রী ও বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তখন তাদের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছিল এবং অনেকগুলো প্রকল্প নিয়ে কথা বলেছিলাম।

এরপর এগুলো ফলোআপ করার জন্য ওনাদের সফরের পর আমাদের যাওয়ার কথা ছিল। কোভিড-১৯ মহামারীর কারণে আমরা যেতে পারিনি। যদিও কিছু কিছু চুক্তির কাজ এগিয়েছে। আমরা সেই ফলোআপ সফরে যাচ্ছি। 

তিনি আরও বলেন, আমাদের যে কথাগুলি ছিল যে তিন-চারটা খাতে তারা বিনিয়োগ করবে। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প ব্যবস্থাপনা, ট্রান্সফার প্রস্তুতসহ অনেকগুলি বিষয় ছিল। সবগুলোর ফলোআপ আমরা করব। আরেকটা প্রস্তাব দিতে যাচ্ছি, ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ সৌদি ডেভেলপমেন্ট ফান্ড থেকে তারা অর্থায়ন করবে। এটার ওপর আমরা জোর দেব। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আছে তাদের। আমরা তাদের সাথে দেখা করব, কথা বলব কক্সবাজার নিয়ে। 

মাননীয় প্রধানমন্ত্রী চান কক্সবাজারে উন্নয়ন করতে। উন্নয়নের একটা হাব শুধু ট্যুরিস্টের জন্য না। ওখানে একটা বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে, কনফারেন্স সেন্টার, হোটেল এগুলো সবকিছু নিয়ে কক্সবাজারে ডেভেলপমেন্টের বিষয়ে আমরা চেষ্টা করব। 

এই সফর নিয়ে কতটা আশাবাদী- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা বলেন, সেটা যাওয়ার পরে বোঝা যাবে। ওনারা জানিয়েছেন ওনারা অনেক আগ্রহী। 

মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০১৮ সালে সৌদি বাদশাহ এর সঙ্গে এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছিলেন তখন সৌদি যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন, তিনি চান বাংলাদেশে বিনিয়োগ করতে। বাংলাদেশের সঙ্গে সৌদির অর্থনৈতিক সহযোগিতা যেন আরও নিবিড় হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সেই সফরের পর সৌদির বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় এসেছিল। এখন আমরা যাচ্ছি সেটার ফলোআপ করার জন্য। আমি আশাবাদী সৌদি বিনিয়োগ পাব ইনশাআল্লাহ। 

সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন। 

এছাড়া ৮ দিনের সফরে পরিবহনমন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ আল জাসের, সৌদি চেম্বার অব কমার্স, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ডেপুটি গভর্নর ইয়াজিদ আলহুমাইদের সঙ্গে পৃথক বৈঠক করবে প্রতিনিধি দল।

পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ বিষয়ক বৈঠক হওয়ার কথা রয়েছে। 

আগামী ২৫ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবে।

প্রতিনিধি দলে আছেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ (বেজা)- এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)- এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, বিডা সচিব ড. আবদুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অঞ্চলের মহাপরিচালক এফএম বোরহান উদ্দিন, এফবিসিসিআই- এর ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মোমেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বাণিজ্য   সৌদি   প্রতিনিধি দল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]