প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:০৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২১ ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ
অধিকাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরও যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। করোনার নতুন ডেল্টা ধরন আবারও কাবু করেছে দেশটিকে। প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দেশটিতে।
এক পরিসংখ্যানে জানা গেছে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫০০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ৪ টি হাসপাতালের মধ্যে একটিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট রয়েছে, যার ৯৫ শতাংশই করোনা রোগী ভর্তি ছিলো।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। একদিনে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২৮২ জনের।
দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৭১ হাজার ৮৪ জন।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। জোরদার করা হয়েছে টিকা কার্যক্রম।
ভোরের পাতা/অ