প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে জাহাজ নির্মাণখাতে আর্থিক সহায়তা দিতে স্পেন আগ্রহ প্রকাশ করেছে। নদীর দূষণরোধ ও আবর্জনা পরিস্কার করতে রিভার ক্লিন ভেসেল সংগ্রহে স্পেন বিনিয়োগ করতে চায়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে সচিবালয়ে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দ্যা আসিস বেনিতেজ সালাস (FRANCISCO DE ASIS BENITEZ SALAS) দেখা করতে এসে এসব আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ এবং স্পেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যথাক্রমে সি ও বি ক্যাটাগরিতে নির্বাচন করবে।
নির্বাচনে প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রদূত নিজ নিজ দেশের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। স্পেন বাংলাদেশের সাথে আছে; সমর্থন আশস্থ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ এবং মেরিটাইম সেক্টরে স্পেনের অভিজ্ঞতা রয়েছে। সরকার ১০ হাজার কিলেমিটার নৌপথ খননের লক্ষ্যে ড্রেজার সংগ্রহ করেছে এবং আরো সংগ্রহ করবে। অত্যাধুনিক কোপার ও হোপার ড্রেজার সংগ্রহে স্পেনের সহায়তা পাওয়া যাবে।