বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যে কারণে ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ হলেন চীনা রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৩ পিএম | অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত জেং জেগুয়াং-এর ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আসা নিষিদ্ধ করা হয়েছে।

কিছুদিন আগে 'চীনের বিরুদ্ধে মিথ্যা প্রচারের' অভিযোগ এনে কয়েকজন ব্রিটিশ এমপি ও লর্ডসভার সদস্যের ওপর চীন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পত্তি ফ্রিজ করার পাঁচ মাস পর এ ঘটনা ঘটলো।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভার চীন বিষয়ক একটি সর্বদলীয় গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল রাষ্ট্রদূত জেং জেগুয়াং-এর।

কিন্তু এ নিয়ে প্রতিবাদের পর চীনা রাষ্ট্রদূতকে বলা হয়, যতদিন পর্যন্ত ব্রিটিশ কমন্স ও লর্ডসভার সদস্যদের ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা থাকবে ততদিন তিনি যেন পার্লামেন্ট ভবনে না আসেন।

চীনের দূতাবাস বলেছে, এটা এক "কাপুরুষোচিত" সিদ্ধান্ত যা দুদেশেরই স্বার্থহানি ঘটাবে।

লন্ডনের দৈনিক টেলিগ্রাফে এক রিপোর্টে এ খবর প্রথম বের হয়। এমন এক সময় এ ঘটনা ঘটলো যখন দুই দেশের সরকারের মধ্যে উত্তেজনা চলছে।

এ বছর মার্চ মাসে চীন পাঁচজন ব্রিটিশ এমপি এবং লর্ডসভার দুজন সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে এবং সম্পদ জব্দ করে। এর আগে চীনের শিনজিয়াং প্রদেশে মানবাধিকার লংঘনের জন্য চীনা কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেন- তার জবাবেই বেজিং এ পদক্ষেপ নেয়।

এটা সত্ত্বেও চীনা পার্লামেন্টারি গ্রুপ তাদের গ্রীষ্মকালীন পার্টিতে ঝেংকে আমন্ত্রণ জানায়- যা টেমস নদীর তীরে কমন্স টেরাস প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবার কথা।

গত সপ্তাহে চীনা নিষেধাজ্ঞার শিকার পাঁচ কনসারভেটিভ এমপি- স্যার ইয়ান ডানকান-স্মিথ, টম টুগেনহাট, নুসরাত গনি, নীল ও'ব্রায়েন এবং টিম লাউটন- স্পিকারকে এক চিঠি লিখে তাদের উদ্বেগের কথা জানান। লর্ড সভার দুই সদস্য লর্ড এ্যালটন এবং লেবার পার্টির ব্যারনেস কেনেডিও স্পিকারের কাছে চিঠি লেখেন।

তারা বলেন, চীন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা "শুধু ব্রিটিশ এমপিদের লক্ষ্য করেই নয়, পুরো পার্লামেন্ট, এর সকল সদস্য, সিলেক্ট কমিটি ও পার্লামেন্টারি সুযোগ-সুবিধার ওপরই এক আঘাত।"

তারা বলেন, "আমরা কখনাই এ ধরনের পদক্ষেপকে বৈধতা বা উৎসাহ দেবার জন্য কাউকে ব্রিটেনের পার্লামেন্টকে ব্যবহার করতে দিতে পারি না।"

তারা বলেন, এমপিরা যখন চীনা নিষেধাজ্ঞার শিকার তখন চীনের রাষ্ট্রদূত মুক্তভাবে ওয়েস্টমিনস্টারে আসতে পারবেন - এটা অচিন্ত্যনীয়।

এমপি নুসরাত গনি চীনা রাষ্ট্রদূতের ওপর "নজিরবিহীন" নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বিবিসিকে বলেছেন, "এমপিদের নিষিদ্ধ করা পার্লামেন্ট ও আমাদের গণতন্ত্রের প্রতি সরাসরি হুমকি।"

এক বিবৃতিতে স্পিকার স্যার লিন্ডসে হয়েল বলেন, তার সাথে রাষ্ট্রদূতদের নিয়মিতই বৈঠক হয়ে থাকে।

কিন্তু তিনি বলেন, "চীনা রাষ্ট্রদূতের কমন্সসভার প্রাঙ্গণে ও আমাদের কর্মস্থলে আসা উচিত হবে না - যেহেতু তার দেশ আমাদের কয়েকজন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।"

"এসব নিষেধাজ্ঞা যদি উঠে যায়, তাহলে এটা আর কোন সমস্যা হবে না।" সূত্র: বিবিসি বাংলা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  চীনা রাষ্ট্রদূত   ব্রিটিশ পার্লামেন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]