গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনায় এবং ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা: মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ হয়ে মারা যান- ময়মনসিংহের ভালুকা উপজেলার আব্দুল বারী(৭৫), টাঙ্গাইল ধনবাড়ী এলাকার গোলাম মোস্তফা(৬০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান-- ময়মনসিংহ সদর এলাকার নজিরন নেসা(৭০) বছর ও নেত্রকোনা পুর্বধলার জোবেদা বেগম(৯০)।
মহিউদ্দিন খান আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ বুধবার সকাল পর্যন্ত ১০৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৬৯ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন।