প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৬ এএম | অনলাইন সংস্করণ
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা যান।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন নাটোরের একজন এবং উপসর্গে নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রামেকের পরিচালক জানান, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৪২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৮০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২২ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হন।