বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় জেলা সদরের সাংগাই ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন সাংগাই ত্রিপুরা পাড়ার বাসিন্দা মৃত দিয়াম্ভ ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতি ত্রিপুরা (৪৪), মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৭)। তবে আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাংঙ্গাই ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিরি পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন। এ সময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাড়াহুড়া করে রাঙাঝিরি থেকে উঠার সময় পা পিছলে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু।
নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার মেয়ে শান্তি ত্রিপুরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে আমিসহ আমার মা, ভাই ও বোন নিয়ে রাঙ্গাঝিরিতে গোসল করতে নামি। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান আমার মাসহ তিনজন।
৩ নং সদর ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ ত্রিপুরা বলেন, ঝিরিতে গোসল করতে গিয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ চলছে। তবে বৃষ্টি আর ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় এবং প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ভোরের পাতা/কে