প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৮ পিএম | অনলাইন সংস্করণ
করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন রোগী।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরের এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, নতুন ৩২১ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭১ জনে।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯১ জন।
এরআগে রবিবার (১২ সেপ্টেম্বর) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ৩১৯ জন রোগী।
ভোরের পাতা/কে