প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৮ এএম | অনলাইন সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জন মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।
এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন এবং নওগাঁর ১ জন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরো জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪০ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১২৯ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ২২০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের।
ভোরের পাতা/অ