কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সাবেক উপাচার্য, এবং চান্দিনা কৈলাইন মিয়া বাড়ির সন্তান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এক শুভেচ্ছা বার্তায় ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত ছাত্রাবস্থা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ২০০৪ সালের ২১ আগষ্টের গ্রেনেড হামলার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি একজন ক্লিন ইমেজের মানুষ।
উনার কাছে চান্দিনার মানুষের প্রত্যাশা তাই একটু বেশিই। ডা. প্রান গোপাল দত্ত চান্দিনার এমপি নির্বাচিত হলে চান্দিনার আপামর জনসাধারণের শিক্ষা, চিকিৎসাখাত সহ সকল অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।