প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:১৪ এএম | অনলাইন সংস্করণ
কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের অনিয়ম-দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে রবিবার (১২ সেপ্টেম্বর) তাকে প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পাপুল একসময় ব্যাংকটির পরিচালকের দায়িত্বে ছিলেন।
একই ঘটনায় ৬ সেপ্টেম্বর ব্যাংকটির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুকেও তলব করে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় তমাল পারভেজ বেশ কিছু নথিপত্র জমা দেন ও নিজের পক্ষে বক্তব্য তুলে ধরেন। তবে অভিযোগসংশ্লিষ্ট আরও কিছু নথি তার কাছে চাওয়া হয়েছে। সেগুলো তিনি পরে সরবরাহ করবেন বলে জানিয়েছেন।
১৩ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালক মো. আদনান ইমাম ও এ কে মোস্তাফিজুর রহমানকেও ডাকা হয়েছে বলে জানায় দুর্নীতিবিরোধী এই প্রতিষ্ঠানটি।
২০২০ সালের ১১ নভেম্বর লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।
এজাহারে আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
২০২০ সালের ২৩ ডিসেম্বর আদালতের অনুমতিতে তাদের ৬১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি হিসাব ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের।
হিসাবগুলোতে বড় অঙ্কের টাকা লেনদেন হওয়ায় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে পাঠায় দুদক।
অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছর জুনে কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। ব্যবসার সূত্রে সেখানে তার বসবাসের অনুমতি ছিল।
ওই মামলার বিচার শেষে গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত।
এরপর রায় ঘোষণার দিন থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট জারি করে জাতীয় সংসদ সচিবালয়।