দেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ২৩২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২১৯ জনকে। পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫ হাজার ৭৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭০৫ জন।
মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৮ হাজার ৪৭৭ জনকে।
সারাদেশে এ পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।