জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু নিজস্ব প্রজ্ঞা ও রাজনৈতিক গুণাবলির কারণে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি জনাব গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর দপ্তর সম্পাদক ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা জনাব বরুণ ভৌমিক। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি স্বপ্নকে হত্যা করা হয়েছে। যার ক্ষতি কখনো পূরণীয় নয়।
আজকের আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিভি ব্যক্তিত্ব ও কলামিস্ট জনাব পিনাকী ভট্টাচার্য।
এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন, মোঃ খাদেমুল বাশার মোঃ আবু হানিফ সবুজ এবং গবেষক জনাব নাজমুল হক শ্রেয়াস।