শিক্ষা প্রতিষ্ঠান ও গণটিকা কার্যক্রমে পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
করোনার কারনে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর স্কুল খুলার প্রথম দিন রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রিমিয়ার আইডিয়াল স্কুল পরিদর্শন করেন তিনি।
এ সময় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণের সাথে আলাপ করেন এবং করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলকে অনুরোধ জানান।
পরে একই দিন দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণটিকা কার্যক্রমে বাদপড়া জনগোষ্ঠীর কোভিড ১৯ মডার্না ২য় ডোজ প্রদানের ৪টি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন মেয়র ইকরামুল হক টিটু।
উলেখ্য, গত ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ওয়ার্ডভিত্তিক গণভিত্তিক গণটিকা কার্যাক্রমে মডার্না ২য় ডোজ টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমে ১ম ডোজ নেওয়া ৯৮ ভাগ মানুষ ২য় ডোজ গ্রহণ করেন।
যারা ২য় ডোজ টিকা গ্রহন করেননি তাদেরকে প্রাথমিকভাবে প্রচারনার মাধ্যমে সচেতন করে আবার টিকা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন মেয়র টিটু।