প্রকাশ: রোববার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরা উদ্দেশ্যে ছেড়ে শালিখা উপজেলার রামনকান্তপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শতখালি গ্রামের আনসার সরদারের মেয়ে নাজমা খাতুন(৩০), দীঘলগ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী ছহিরণ বেগম(৫৫/ শতখালি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (১৪) এবং গাড়িরটির হেলপার মামুন মিয়া। ৩৫/ মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে নিহতদের উদ্ধার করে।
মাগুরা হাইওয় রামনগর অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনাটা শোনামাত্রই শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন,শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহবুবসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।