আজ রবিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুরের কালকিনির মহরদ্দির চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা।
"আব্দুল হাই মাষ্টার স্মৃতি হাডুডু টুর্নামেন্ট"-এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পূর্ব এনায়েতনগরের কৃতি সন্তান ও কালাই সরদারের চর গ্রামের বিনোদন পিপাসু মেজর রেজাউল করিমের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল হাডুডু খেলা। শৈশব থেকেই তার নেশা ছিল খেলাধুলা আর তাই তিনি এলাকার প্রতি নিজের ভালোবাসা ও এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।
৯০ এর দশকে প্রতিটি গ্রামে, স্কুলের মাঠে প্রতিদিনই হাডুডু খেলার আয়োজন করা হতো। কিন্তু সময়ের পরিক্রমায় ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে আয়োজন করা হয়েছে উক্ত খেলা।
এ বিষয়ে রেজাউল করিম বলেন, বর্তমানে গ্রামগঞ্জে খেলাধুলার তেমন প্রচলন না থাকায় গ্রামে নানামুখী অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে তরুণ সমাজ। নানামুখী অপরাধ কর্মকান্ডের কারন তরুণ সমাজ আজ হুমকির মুখে আর তার মধ্যে অন্যতম হলো মোবাইল গেম, নেশা, জুয়া, ইভটিজিং সহ নানা অপরাধ। গ্রামে খেলাধুলা কমতে থাকায় অপরাধের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই খেলাধুলার আয়োজন না থাকলে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে।
তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে হাডুডু খেলা। একাধিক দলের অংশ গ্রহনে এক মনোরম পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ থাকবে পুরো মাঠ। সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এলাকার তরুণ সমাজ।