প্রকাশ: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
দেশে এ পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৬১ হাজার ৫৩৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৬ লাখ ৫৭ হাজার ২৩৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৩০২ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৯৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৩১৮ জনকে। শনিবার ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।
এছাড়া শনিবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৬ হাজার ১৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৭৩ জন। মডার্নার টিকা আজ প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি, তবে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৫২ জনকে।
সারাদেশে এ পর্যন্ত ৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৪৪৫ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।