বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আফগানিস্তানের সরকার গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৯ পিএম | অনলাইন সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকার গঠনের প্রক্রিয়া বাংলাদেশ পর্যবেক্ষণ করছে। 

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে জমি হস্তান্তর সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর অনেকে উচ্ছ্বসিত হয়েছিল, দিবাস্বপ্ন দেখেছিল। কিন্তু কোনো লাভ হয়নি। আফগানিস্তানে তালেবান দেখে কেউ যদি দিবাস্বপ্নে বিভোর থেকে থাকেন এটা বাস্তবায়িত হবে না। বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র। 

এ দেশে অসাম্প্রদায়িক, আধুনিক, প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা চলছে, সেটাই চলবে। অন্য কিছু দেখে কারও কোনো অভিলাষে লিপ্ত হওয়ার অবকাশ নেই।

রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ। মুক্ত স্বাধীন স্বদেশকে উন্নয়ন করার কারিগর শেখ হাসিনা। তিনি বিশ্বখ্যাত মানবতার জননী। দুঃসাহসিক অভিযাত্রায় মশাল হাতে এগিয়ে যান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত সাভারের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আমি দুই মন্ত্রণালয়কেই আন্তরিক ধন্যবাদ জানাই। এটা একটি আইকনিক ভবন হতে যাচ্ছে। স্থানীয় সংসদ হিসেবে আমার পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়ার চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ​বলেন, জমির অভাবে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারছিলাম না। প্রধানমন্ত্রীর নামে এ প্রতিষ্ঠান না হলে আমরা এত খাটাখাটনি করতাম না। এই জমি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। জমিদাতাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনার কার্যক্রম দেখে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু কত বড় মনের মানুষ ছিলেন। আমরা এ পর্যন্ত ১৬ হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করেছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআইয়ের মহাপরিচালক আব্দুল জলিল, সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, নাঈমুর রহমান দুর্জয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম, শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক আব্দুল করিম প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে ৮ একর জমিতে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম চলছে। আরও ৩.৩৮ একর জমি আজকে প্রদান করার জন্য দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমঝোতা স্মারক সাক্ষর হলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   তালেবান   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]