প্রকাশ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিটি বাঙালি হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন দক্ষ নেত্রী এখন শুধু বাংলাদেশের নেত্রীই নন, তিনি বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি ফিরে না আসলে আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হতো না বাংলাদেশ।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪৫৭তম পর্বে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপারসন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, আমি আজকের অনুষ্ঠানে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই। ভোরের পাতা সংলাপের মাধ্যমে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আপা বলেই সম্বোধন করি। ১৯৮১ সালে দেশে ফেরার পর আপার খুব কাছাকাছি থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আপাকে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে আমি নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। আমাদের তখনকার বাসা ছিল ইস্কাটনে। সেই বাসাতে নিয়মিত আসতেন। আওয়ামী লীগের একটি কেন্দ্র ছিল আমাদের বাসাটি। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিই আমি শেখ হাসিনার মধ্যে দেখতে পাই। কারণ এখানে আমার পূর্ববর্তী বক্তা সৈয়দ মোজাম্মেল ভাই পদ্মা সেতু নিয়ে সবিস্তারে বলেছেন। আমি মনে করি, বঙ্গবন্ধু কন্যা বলেই বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পদ্মা সেতু করার সাহস ও মানসিকতা দেখাতে সক্ষম হয়েছেন আপা। অন্য কোনো রাজনৈতিক নেতার পক্ষে এটা সম্ভব নয়। ভোরের পাতা যে উদ্যোগ নিয়েছে, সেটার প্রশংসা করছি। আমি আজ দৃঢ়ভাবে বলতে পারি, আজ বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। অবশ্যই সমালোচনা করা যাবে। তবে সেটি পজিটিভ সমালোচনা হওয়া উচিত। বিরোধীরা সত্যকে সত্য বলে না। ভ্যাকসিন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা সাদাকে সাদা বলে না। বাংলাদেশের উন্নয়নের কথা সবাই জানেন। শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। নাগরিক হিসাবে অবশ্যই তার পথকে আরো মসৃণ করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। বক্তব্যের শেষে শাহদাব আকবর চৌধুরী লাবু শেখ হাসিনাকে নিয়ে ‘প্রতিবিম্ব’ শিরোনামে স্বরচিত একটি কবিতা আবৃতি করেন।